লেপটপ ব্যাটারি ভালো রাখার উপায় | How To Care Laptop Battery Bangla

how to use laptop,laptop use,second hand laptop,computer,laptop battery care, লেপটপ ব্যাটারি ভালো রাখার উপায়,bangla computer,bd tech,tech shikun,
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়

ল্যাপটপের ব্যবহার করতে এর ব্যাটারী ভালো রাখা অত্যন্ত জরুরী। ল্যাপটপের ব্যাটারির সমস্যা নিয়ে অনেকেই অনেক সকস্যায় থাকেন। হঠাৎ করে ব্যাটারি ব্যাকআপ স্বাভাবিকের চেয়ে কমে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। যারা পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার করে থাকেন বিশেষ করে তারাই বেশি ভোগান্তিতে পড়েন।

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে ও এর কার্যক্ষমতা টিকিয়ে রাখতে ব্যাটারির যত্ন নিতে হয়। তাই আজকে আলোচনা করব কীভাবে ল্যাপটপের ব্যাটারিকে যত্নে রাখবেন।

ল্যাপটপ ঠাণ্ডা রাখুনঃ

ল্যাপটপ ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ল্যাপটপ অতিরিক্ত গরম না হয়ে যায়। দীর্ঘক্ষণ একটানা কোনো কাজ বা অনেক্ষন গেইম খেলার কারনে ল্যাপটপ স্বাভাবিকের চাইতে বেশি গরম হতে পারে। ল্যাপটপ অতিরিক্ত গরম হলে তা ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে, ব্যাটারির ক্ষতি হয়। তাই ল্যাপটপ একটানা ব্যাবহার না করে মাঝে মাঝে বিরতি দিতে হবে। প্রয়োজনে কিছুক্ষন বন্ধ রেখে পুনরায় চালু করতে হবে। ল্যাপটপ চালু করার পর ল্যাপটপের নিজস্ব কুলিং সিস্টেমও চালু হয়, এতে ল্যাপটপ ঠান্ডা থাকে। তাই ল্যাপটপ কুলিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা তা মাজে মাজে চেক করতে হবে। ল্যাপটপ ব্যবহারের সময় এমন স্থানে ল্যাপটপ রাখতে হবে যেন সেই যায়গাটি শক্ত ও ঠান্ডা থাকে এবং রোদ না থাকে। কোনোভাবেই বিছানা বা নরম স্থানে ল্যাপটপ রাখা যাবেনা।

আরো পড়ুনঃ কম্পিউটারের গতি বাড়ানোর কিছু উপায় 

অরিজিনাল চার্জার ব্যবহার করুনঃ

ল্যাপটপ চার্জ দেওয়ার সময় অবশ্যই অরিজিনাল চার্জার ব্যবহার করুন। বন্ধুর বা অন্য ল্যাপটপের চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি কোনো কারনে আপনার অরিজিনাল চার্জার নষ্ট বা হারিয়ে যায় তাহলে বাজারে কোনো অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে একই সক্ষমতা ও একই মানের চার্জার কিনে নিন। যদি নিম্নমানের কিংবা আলাদা সক্ষমতার চার্জার ব্যবহার করেন তাহলে আপনার ল্যাপটপের ব্যাটারির দীর্ঘস্থায়ীতা ও কর্মক্ষমতা কমে যেতে পারে।

দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার না করলে করনীয়ঃ

অনেকেই আছেন যারা একটানা অনেকদিন ল্যাপটপ ব্যবহার করেন না। তখন যদি ল্যাপটপে ব্যাটারি থাকে তাহলে ল্যাপটপসহ ব্যাটারির ক্ষতি হবে। তাই যদি আপনি কোনো কারনে দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার না করেন তাহলে ল্যাপটপের ব্যাটারিকে ৪০-৬০ শতাংশ চার্জ রেখে ল্যাপটপ থেকে ব্যাটারি খুলে নিন। এছাড়াও ল্যাপটপটিকে ঠাণ্ডা কোনো স্থানে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে সেই জায়গাটি যেন কোনোভাবেই গরম না হয় অথবা সেই স্থানে যেন কোনো প্রকার রোদ না আসে।

ল্যাপটপ ব্যবহারের সময় করণীয়ঃ

ল্যাপটপ ব্যবহার করার সময় ডিসপ্লের ব্রাইটনেস যতটা সম্ভব কমিয়ে রাখতে হবে। আমরা অনেকেই ল্যাপটপ দিয়ে স্মার্টফোন চার্জ দিয়ে থাকি, এই অভ্যাস দ্রুত ত্যাগ করতে হবে। অন্যতায় খুব দ্রুত ল্যাপটপের ব্যাটারি নষ্ট হতে পারে। ওয়াইফাই ব্যবহার না করার সময় ওয়াইফাই বন্ধ করে রাখতে হবে। কারণ ওয়াইফাই চালু থাকলে সেটি সরসময় নেটওয়ার্ক খুঁজতে থাকে। সিডি ড্রাইভে অযতা কোনো ডিস্ক রাখা থেকে বিরত থাকতে হবে। কারন এগুলো খুব দ্রুত ব্যাটারির চার্জ ক্ষয় করে। এছাড়া পাওয়ার সেভার সেটিংস ব্যবহার করতে পারেন।


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন