অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম | How To Open bKash Account With App Registration

বিকাশ একাউন্ট খোলার নিয়ম অত্যন্ত সহজ... নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে বিকাশ অ্যাপ দিয়ে ঘরে বসে নতুন একাউন্ট খুলতে পারবেন... open bKash account...
অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ে সকল মোবাইল ব্যাংকিংয়ের বদৌলতে বিকাশ (bkash) জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে নিয়েছে। কিছুদিন আগে বিকাশ একাউন্ট খুলতে বিকাশ অফিস অথবা নিকটস্থ বিকাশ এজেন্টে যেতে হতো। কিন্তু এখন বিকাশ একাউন্ট খোলার নিয়ম অত্যন্ত সহজ। যেকোনো গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই নিজের নামে নতুন বিকাশ একাউন্ট (bkash account) খুলতে পারবেন। আজ Tech Shikun- টেক শিখুন এ আলোচনা করব ঘরে বসে কীভাবে একটি বিকাশ একাউন্ট খুলবেন সেই বিষয় নিয়ে।

বিকাশ একাউন্ট খোলার সুবিধাসমূহঃ

একটি বিকাশ একাউন্টের নানাবিধ সুবিধা রয়েছে। ঘরে বসেই বিকাশ একাউন্ট খুলে উপভোগ করা যাবে বিকাশ এর সেই সকল সুবিধাগুলো। বিকাশ একাউন্ট খোলার সুবিধা হলোঃ

  • টাকা পাঠানোঃ bKash ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে খুব সহজেই টাকা পাঠানো যায়।
  • টাকা তুলাঃ bKash Account এ থাকা জমা টাকা যেকোনো সময় যেকোনো স্থানের এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট (Cash Out) করে টাকা তুলে নেওয়া যায়। এছাড়াও ব্র্যাক ব্যাংক এটিএম (BRAC Bank ATM) বা অন্যান্য অনেক এটিএম বুথ থেকেও টাকা তুলা যায়
  • টাকা জমা করাঃ ব্যাংকে কোনো প্রকার একাউন্ট না থাকলেও যদি একটি বিকাশ একাউন্ট থাকে, তাহলে বিকাশ একাউন্টে যত ইচ্ছা তত টাকাই জমিয়ে রাখা যায়। এবং যেকোনো সময় সেই টাকা তুলে নেওয়া যায়। এটি একটি ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করে থাকে।
  • মোবাইল রিচার্জঃ বিকাশ একাউন্ট থেকে খুব সহজেই ফ্লেক্সিলোড এর মতো নিজের সিমে মোবাইল রিচার্জ করা যায়। এতে বিকাশ ব্যালেন্স থেকে কোনো প্রকার বাড়তি চার্জ বা ফি কাটবেনা।
  • কেনাকাটাঃ bKash Account ব্যাবহার করে বিভিন্ন পণ্য কেনাকাটা করে তাঁর মূল্য পরিশোধ করা যায়। এছাড়াও অনলাইন থেকে সকল কেনাকাটার মূল্যও বিকাশের মাধ্যমে পে করা যায়।
  • অন্যান্যঃ বিকাশ ব্যবহার করে বিদেশ থেকে রেমিটেন্স গ্রহন করা যায়, এছাড়াও বিদ্যুৎ বিল পরিশোধ, যানবাহন বা অন্যান্য সেবার টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এছাড়াও বিকাশ ব্যবহার করলে অনেক অফার পাওয়া যায়, যেমনঃ ক্যাশব্যাক, ডিসকাউন্টসহ আরো অনেক কিছু।


আরো পড়ুনঃ বিকাশ প্রিয় নাম্বার সেট করার নিয়ম

বিকাশ অ্যাপ ডাউনলোড (Bkash App Download):

অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (Apple) উভয় প্ল্যাটফর্মেই বিকাশ অ্যাপ ব্যবহার করা যাবে। নিচের লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন, এতে আপনি ২৫ টাকা বোনাস পাবেন। আর এই লিংক ছাড়া ডাউনলোড করলে ২০ টাকা বোনাস পাবেন না।

বিকাশ একাউন্ট খুলতে যা প্রয়োজনঃ

ঘরে বসে নিজে নিজে বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন হবে তা নিচে দেওয়া হলোঃ

  • একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার।
  • ইন্টারনেট কানেকশন।
  • বিকাশ অ্যাপ ইনস্টল করা স্মারটফোন।
  • জাতীয় পরিচয়পত্র (NID Card)।

ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়মঃ

ঘরে বসে নিজে নিজে বিকাশ একাউন্ট খুলতে হলে প্রথমেই উপরে দেওয়া লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে বিকাশ একাউন্ট খোলে নিনঃ

  • বিকাশ অ্যাপ ওপেন করে “লগইন/রেজিষ্ট্রেশন” বাটনে ক্লিক করুন।
  • তারপর যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলতে চান, সেই মোবাইল নাম্বারটি লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার মোবাইল নাম্বারের অপারেটর সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন। (অপারেটর হলোঃ গ্রামীনফোন, বাংলালিংক, রবি ইত্যাদি)


Read More: How To Set bKash Priyo Number

  • এবার আপনার মোবাইল নাম্বার যাচাই করতে বিকাশ অফিস থেকে প্রদত্ত নাম্বারে একটি ওটিপি কোড (OTP Code) পাঠানো হবে। (বিঃদ্রঃ- যে স্মার্টফোন দিয়ে বিকাশ খুলছেন ওই ফোনে যেন আপনার প্রদত্ত সিমটি লাগানো থাকে।)
  • এবার ওটিপি কোড (OTP Code) এর মেসেজ আসার সাথে সাথেই অটোমেটিকভাবে কোডটি গ্রহন হয়ে যাবে। তারপর কনফার্ম বাটনে ক্লিক করুন। 
  • তারপর জাতীয় পরিচয়পত্র (NID Card) এর উপরের পৃষ্ঠার ছবি তুলে সাবমিট করুন।
  • এরপর জাতীয় পরিচয়পত্রের নিচের পৃষ্ঠার ছবি তুলে সাবমিট করুন।
  • তারপর আপনার নাম ঠিকানা তথ্য দেখা যাবে। তথ্যগুলো সঠিক হলে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এবার যার জাতীয় পরিচয়পত্র সাবমিট করেছেন, অর্থাৎ NID Card এ যার ছবি আছে তাঁর মুখমন্ডলের একটি ছবি তুলুন। এর দ্বারা আইডেন্টিটি ভেরিফিকেশন হয়।
  • ছবি তুলে সাবমিট দিলেই বিকাশ একাউন্ট খুলে যাবে। এবার কিছুক্ষন অপেক্ষা করুন আপনার বিকাশ একাউন্ট একটিভ হয়ে যাবে। এবং ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন (যদি উপরে দেওয়া লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করেন তাহলেই একমাত্র ২৫ টাকা বোনাস পাবেন। অন্যতায় বোনাস পাবেন না। আবারো লিংক দিচ্ছি, এখানে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।

2 মন্তব্যসমূহ

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

  1. উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের 'Tech Shikun- টেক শিখুন' ব্লগের সাথেই থাকুন।

      মুছুন
নবীনতর পূর্বতন