ওয়েবসাইট তৈরি করার সঠিক নিয়ম। The right rules for creating a website

 ওয়েবসাইট তৈরি করার সঠিক নিয়ম।  The right rules for creating a website.

ওয়েবসাইট তৈরি করার আগে ভেবে নিন কোন ধরনের ওয়েবসাইট আপনার কাছে ভালো লাগে। তারপর, ওয়েবসাইট তৈরির আগে জেনে নেন ওয়েবসাইট সম্পর্কে। চলুন জেনে নেই কি কি বিষয় আমাদের জানতে হবে।

  • ওয়েবসাইট কি?
  • ওয়েব পেজ কি?
  • ওয়েবসাইট তৈরি কিভাবে করবেন?
  • ওয়েবসাইট থাকলে কি কি সুবিধা পাবেন।
  • ওয়েবসাইট নিজে তৈরি করবেন নাকি কিনবেন?

আরো পড়ুনঃ লো ভ্যালু কন্টেন্ট সমস্যার সমাধান 

ওয়েবসাইট কি (What is website?)

ওয়েবসাইট হলো কোন নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পেজ, আপলোড করা ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্টস, এনিমেশন ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলে, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে স্মার্টফোন, কম্পিউটার বা অন্যন্য ডিভাইসের মাধ্যমে Access করে দেখতে পারি।

How to create a website


ওয়েব পেজ কি? : What is web page?

একটা ওয়েবসাইটে এক বা একাদিক ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি html ডকুমেন্টস যা http প্রটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইট গুলিকে সমষ্টিগতভাবে  “WWW” অর্থাৎ (world wide web বা বিশ্বব্যাপী জাল) নাম বলা হয়ে থাকে।

ওয়েবসাইট খোলার নিয়ম :  Website opening rules.

ওয়েবসাইট  তৈরি করতে অবশ্যই একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। পছন্দের প্লান অনুযায়ী  ভালো মানের ওয়েব হোস্টিং কিনতে হবে। এবং সব শেষে ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি ডিজাইন করতে হবেনতুন ওয়েবসাইট

ওয়েব সাইট খুলতে অনেক কিছুর প্রয়োজন হয়। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সাইট থেকে ফ্রী ওয়েবসাইট ও খোলা যায়। নিচে কয়েকটি ওয়েব সাইটের লিংক দেয়া হলো wapka.com,wordpress.com,amarblog.com,mywapblog.com,blogger.com 

যেকোন ওয়েব সাইট খুলতে হলে প্রথমত, আপনি একটি ইমেল আইডি খুলবেন। দ্বিতীয়ত,আপনি যে সাইট থেকে ওয়েব সাইট খুলতে চান সে সাইটটিতে ভিসিট করে Sing up করেবেন। আপনার প্রয়োজনীয় সকল তথ্য সঠিক ভাবে বসিয়ে Registration  করতে হবে। রেজিস্ট্রেশন সফল হলে আপনি আপনার সাইটটি আপনার মন মত ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন। বিঃ দ্রঃ উপরের যে ৫টি লিংক দেয়া আছে সেগুলো থেকে ফ্রী ওয়েব সাইট খুলতে পারবেন।

আরো পড়ুনঃ বিকাশ অ্যাপ দিয়ে একাউন্ট খুলুন আর বোনাস নিয়ে নেন।

ওয়েবসাইট এর সুবিধা

স্বল্প খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওয়েবসাইট ব্যাবহার করে তাদের ব্যবসার প্রচার ও প্রসার করতে পারে । যে কেউ যে কোন সময় যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য দেখতে পারে । বিশ্বের যে কোন দেশ থেকে যেন কোন তথ্য সহজেই দেখতে পারে।

ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ( যেমনঃ বিভিন্ন Picture, Audio, Video, PDF File ) ডাউনলোড করা যায় ।

ওয়েবসাইট এর মাধ্যমে স্কুল, কলেজে ভর্তি ফরম পূরন করা যায়। চাকরির আবেদন করা যায় ইত্যাদি।  তাদের ব্যবসার প্রচার ও প্রসার করতে পারে ।

যে কেউ যে কোন সময় যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য দেখতে পারে । বিশ্বের যে কোন দেশ থেকে যেন কোন তথ্য সহজেই দেখতে পারে।

ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ( যেমনঃ বিভিন্ন Picture, Audio, Video, PDF File ) ডাউনলোড করা যায় । ওয়েবসাইট এর মাধ্যমে স্কুল, কলেজে ভর্তি ফরম পূরন করা যায়। চাকরির আবেদন করা যায় ইত্যাদি।

ওয়েবসাইট নিজে তৈরি করবেন নাকি কিনবেন?

ওয়েবসাইট ক্রয় করা ঠিক না যদি আপনার ওয়েব সাইট সম্পর্কে ভালো ধারণা না থাকে। আপনি নতুন করে ওয়েবসাইট তৈরি করেন তাহলে ওয়েব সাইটে যদি কোন সমস্যা হয় তখন সেটা আপনি সমাধান করার চেষ্টা করবেন। যদি আপনি সমাধান না করতে পারেন তখন Youtube বা Google এ search দিয়ে সেই সমস্যার সমাধান করতে পারবেন।

এতে আপনার অনেক কিছু জানা হবে। আর আপনি যদি website buy করেন তাতে আপনি অনেক  কিছুই জানতে পারবেন না। আর আপনি সমস্যা গুলো সহজে সমাধান করতে বিরক্ত বোধ হবে।

বাংলাদেশর অনেক মার্কেটপ্লেস আছে যেখানে প্রতিনিয়ত ওয়েবসাইট ক্রুয় এবং বিক্রয় করা হয়। যেমনঃ ডিলান্সার.কম (Dealancer) থেকে ক্রুয় করতে পারবেন। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন