আইফোন ১০ বা এক্স এর কিছু অজানা ফিচার | Features of iPhone 10 / X by Tech Shikun- টেক শিখুন

apple,Tech Shikun,অ্যাপল,bd tech,iphone x feature,আইফোন ১০ ফিচার,tech news,iphone,আইফোন এক্স ফিচার,latest tech news,iphone 10 feature,
আইফোন ১০ বা এক্স এর কিছু অজানা ফিচার

"আইফোন ১০" এর নাম লেখার সময় রোমান হরফে "iPhone X" লেখা হলেও উচ্চারণে অনেকে "আইফোন ১০" ই বলে থাকেন। "আইফোন এক্স- iPhone X" একটি অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন। যা অ্যাপল প্রতিষ্ঠান কর্তৃক লঞ্চ করা একটি ফোন। অনেকেই এই ফোন ব্যবহার করেছেন এবং এখনো করছেন। তবে ব্যবহার করলেও বেশিরভাগ ব্যবহারকারীরাই iPhone 10/X এর কিছু অবাক করা ফিচারের সাথে অপরিচিত।

❝আরো পড়ুনঃ আইফোন ডিভাইসে থাকছেনা চার্জিং পোর্ট

চলুন আজকে জেনে নেওয়া যাক আইফোন ১০/এক্স এর কিছু অজানা ফিচারসমূহঃ

আপনি কি জানেন "আইফোন ১০/এক্স" এ কোনো Home Button নেই! কারন এই ফোনের সামনে পুরোটাই স্ক্রিন। এতে ব্যবহার করা হয়েছে মজবুত কাঁচ ও সার্জিকাল-গ্রেড স্টেইনলেস স্টিলের তৈরি বডি। iPhone 10 এ কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। তবে এতে আছে অত্যাধুনিক প্রযুক্তির "ফেইস আইডি- Face ID" এর সুবিধা, যার মাধ্যমে ফোনের দিকে তাকিয়ে এক নিমিষেই ফোনটি আনলক করা যাবে। অ্যাপলের দাবী তাদের এই ফোনে এই "ফেইস আইডি"টি "ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের" চেয়েও দ্রুত ও নিরাপদ।

এছাড়াও, iPhone 10/X এর অপারেটিং সিস্টেম হলো IOS 11 এবং এতে আছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। ব্যাটারি টকটাইম 21 Hour এবং মিউজিক প্লে 60 Hour পর্যন্ত।

❝Read More: USB Charging Port Removed from Apple/Iphone Devices

এছাড়াও "আইফোন ১০" এ নিজের চেহারা দিয়ে অ্যানিমেটেড ইমোজি বানানো যায়। এতে আছে 3 GB Ram এবং ফোনটির সামনের দিকে আছে 7 Megapixel ক্যামেরা ও পেছনের দিকে ব্যবহার করা হয়েছে 12 Megapixel Dual ক্যামেরা এবং Dual Tone Quad LED ফ্ল্যাশ। "আইফোন এক্স" এ ব্যবহার করা হয়েছে 64 Bit 6 Core Apple A11 বায়োনিক চিপসেট, যার মধ্যে 4.3 বিলিয়ন ট্রানজিস্টর আছে। এটা সেকেন্ডে 600 বিলিয়ন কাজ করতে পারে। এতে আছে ব্র্যান্ড নিউ 5.8 ইঞ্চি সুপার রেটিনা। ডিসপ্লে (1125×2436 P, 458 PPI)। এবং এতে 1000000-1 Contrast Ratio পাওয়া যায়।


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

2 মন্তব্যসমূহ

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

  1. উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের 'Tech Shikun- টেক শিখুন' ব্লগের সাথেই থাকুন।

      মুছুন
নবীনতর পূর্বতন