ফাইভার বায়ার রিকোয়েস্ট, কি লিখবো? কিভাবে লিখবো | How To Write Fiverr Buyer Request Text

ফাইবার বায়ার রিকোয়েস্ট,Tech Shikun- টেক শিখুন,fiverr buyer request,buyer request,fiverr buyer request text,অনলাইনে ইনকাম,
ফাইবার বায়ার রিকোয়েস্ট, কি লিখবো? কিভাবে লিখবো?

আজ Tech Shikun- টেক শিখুন নিয়ে এলো আমরা ফাইবার বায়ার রিকোয়েস্ট কি লিখবো এবং কিভাবে লিখবো তার কিছু টিপস ও ট্রিক্স। How To Write Fiverr Professional Buyer Request Text.

সকল নতুন Seller দের কাছে বায়ার রিকোয়েস্ট সবচেয়ে রহস্যময় একটি জিনিস। বায়ার রিকোয়েস্ট দেখলেই বুকে কামড় দিয়ে উঠে। মনে হয় এই কাজটি মনে হয় আমাকে দিয়ে দিবে, তাড়াতাড়ি রিকোয়েস্ট সেন্ড করি। কিন্তু সেন্ড করার পরে বরাবরের মতই হতাশা, রিকোয়েস্টটি বায়ার এর চোখের আড়ালেই থেকে যায়। 

তবে ভেবে দেখুন তো, জিনিস টা খুব স্বাভাবিক নয় কি? বায়ার একটা জব পোস্ট করলে কয়েক মিনিট যেতে না যেতেই ১০০-৩০০ রিকোয়েস্ট জমা পড়ে যায়। আমরা পারি কিংবা না পারি, বুঝি কিংবা না বুঝি, বাজেট সুইটাবেল হোক বা না হোক, আমাদের রিকোয়েস্টটি সেন্ড করতেই হবে।

এখন প্রশ্ন হলো, বায়ার কি আদো আপনার বা আমার ওই রিকোয়েস্টগুলো দেখে। উত্তর হবে, হ্যা দেখে। তবে ৩০০ রিকোয়েস্ট এর সবটা দেখে না। যেগুলো ইনফরমেটিভ চোখ ধাধানো ওইগুলোই দেখে এবং চেষ্টা করে শুধুমাত্র ওইগুলোর রেসপন্স করতে।

একটা উদাহারন দেই- ধরে নিন ২০ টি বাচ্চা মাঠে খেলা করছে। এর মধ্যে ১৯ জনের জামার রঙ সাদা এবং ১ জনের জামার রঙ লাল। এখন চিন্তা করুন আপনার চোখ প্রথমে কোন বাচ্চার দিকে যাবে? উত্তর অবশ্যই হবে লাল রঙ এর জামা পরা বাচ্চার দিকে! কারন টা অনেক সিম্পল, কারন অন্য সবার জামার রঙ থেকে লাল রঙ্গের জামা পরা বাচ্চাটা আলাদা। 

আমরা কিন্তু মানুষ। স্বভাবতই আমাদের আলাদা জিনিসের প্রতি ইন্টারেস্ট টা বেশি থাকে। আমরা ওই জিনিস টাকেই সব থেকে প্রাধান্য দেই যেটা সবার থেকে কিছুটা আলাদা এবং ভালো।

উপরের ব্যাপারটা আশা করি বুজতে পেরেছেন। চলুন এবার মূল আলোচনায় আসা যাক।

ফাইভার হলো একটি উচু পাহাড়ের মতো। যার প্রথম দিকটা তীক্ষ দাড়ালো আর পিচ্ছিল, কিন্তু উপরের দিকটা খাজে ভরপুর। প্রথম ধাপটা পার হতে হলে আগে ভালো করে জেনেশুনে, বুজে ও শিখে মনে বিশ্বাস রেখে পাড়ি দিতে হবে যে আপনি পারবেন, তবেই উপরে উঠা যাবে। আর উপরে উঠে গেলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবেনা। আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে ওনি কখনোই নিরাশ করেন না।

আরো পড়ুনঃ ফাইভার একাউন্ট ডিসেবল বা সাসপেন্ড হওয়ার কারন

তাই এতদিন যা করছেন তা করছেন। এবার নিচের কথাগুলো মনোযোগ সহকারে পড়ুন। তবে এগুলো সার্বজনীন সুত্র না যে অবশ্যই কাজ করবে। তবে সব জিনিসের একটা নিয়মকানুন আছে, নিয়ম মেনে কাজ করলে সফলতা আসুক বা না আসুক কিন্তু মনের মধ্যে কিছুটা প্রশান্তি পাওয়া যাবে। কিন্তু নিয়ম মানলে সফলতা চারদিকে ঘুড়পাক করে। এক সময় না এক সময় সফলতা ধরা দিবেই। তাই তার ভিত্তিতে হয়তো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা টা আছে।

একটি আলাদা বিষয়, নতুন সেলারদের গিগগুলো রেংক করতে প্রায়ই অনেকদিন সময় যায়। কারো রেংক করে আবার কারো করেনা, পড়ে থাকে সবার পিছনে। ৫০% নতুন সেলার তাদের প্রথম অর্ডার কিন্তু বায়ার রিকোয়েস্ট থেকেই পায়। আস্তে আস্তে অর্ডার পেতে পেতে তার গিগ রেংক করে। এভাবে আস্তে আস্তে একটা সময় আসবে যখন আপনার হাতে কিছু পারমানেন্ট ক্লাইন্ট থাকবে যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।

১। কপি পেস্ট Cover Letter অবশ্যই নাঃ প্রথমেই বলে নেই কখনই কপি পেস্ট করবেননা। প্রায় ৫০% Seller জটপট কপি পেস্ট করে Cover Letter সেন্ড করে দেন। যার কারনে বায়ার এর রেসপন্স পান না, আর অজুহাত দেখান ৫০০ বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি কিন্তু কাজ পাইনা। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখেনতো ৫০০ রিকোয়েস্ট এর মধ্যে কতটি ঠান্ডা মাথায় বুজেশুনে সাজিয়ে পাঠিয়েছেন?

আরে ভাই দেখেন, বুঝেন, জানেন, তারপর উত্তর দেন। আমরা কি কেউ স্কুলে কলেজের পরীক্ষায় প্রতিটা প্রশ্নের উত্তর সেইম লিখতাম? না আমাদের প্রতিটা প্রশ্ন সেইম হতো? অবশ্যই না। তাহলে Freelancing Marketplace এর মধ্যে ওতো Buyer আলাদা, তাদের Requarments ও আলাদা, তাহলে কেন ভাই বার বার একই Buyer Request সেন্ড করবেন।

২। Project Description টি কমপক্ষে ৩ বার পড়ুনঃ একজন রিয়েল বায়ার সে কি চায়, কতদিনে চায়, আর কীভাবে চায় সেটা কিন্তু তার Project Description এ বলে দেয়। তাই আপনি প্রথমবার একটু তারাতারি পড়ে নিন সমস্যা নেই কিন্তু ২য় ও ৩য় বার অবশ্যই প্রতিটা লাইন মনযোগ সহকারে আস্তে আস্তে পড়ুন ও বুজুন সে চেয়েছে। কপি পেস্ট করবেন না, প্লিজ কপি পেস্ট করবেন না। শুধুমাত্র বায়ার এর যা ধরকার আপনি সেটা তাকে দিতে পারবেন, এটা আপনার লিখার মাধ্যমে বুজিয়ে দিন।

বায়ার রিকোয়েস্ট থেকে রেসপন্স বা অর্ডার পেতে চাইলে অন্য কোন বিকল্প নেই , আপনাকে অবশ্যই বায়ার এর দেওয়া Description টি ভালো করে বুঝে পড়তে হবে ও রিকোয়েস্ট পাঠাতে হবে।

৩। Cover Letter বা Buyer Request সহজ সাবলীল ভাষায় লিখেনঃ আমাদের বায়ার রিকোয়েস্ট কিভাবে শুরু হয় তা বলে নেই, “Hi I am Hero Alam and I have 7 years experience about this section then lots of sentence and ……বাবা আরো কতকিছু। বলেন তো সত্যি কি না? আসলেই কি এমন হওয়া উচিত ছিল? না কখনোই না। তাহলে কেমন হওয়া উচিত ছিল?

Buyer Request লিখার সময় সুন্দর ও সাবলীল ভাষায় তার টপিক দিয়ে শুরু করুন। আপনার রিকোয়েস্টের প্রথম সেন্টেন্সে আশ্বস্ত করুন যে আপনি তার দেওয়া Description টি পড়েছেন এবং আপনি তার Requarments অনুযায়ী কাজ টি করে দিতে পারবেন।

৪। কভার লেটারে কিছু প্রশ্ন রাখুনঃ আপনি যখন কভার লেটার লিখছেন তখন মাজে মাজে Buyer কে তার টপিক এর উপর কিছু প্রশ্ন করুন। যদি প্রশ্ন করেন তাহলে বায়ার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হলেও রেসপন্স করবে। আর যদি রেসপন্স করে তাহলে ব্যস। বায়ার আপনাকে রেসপন্স করা মানে আপনি কাজটি পাওয়ার জন্য আরো ৩০% এগিয়ে গেলেন। তাই বায়ার কে প্রশ্ন করতে শিখুন, রিজন দাড় করান আপনার সাথে কথা বলার, আপনাকে রেসপন্স করার।

৫। Cover Letter কে Short & Sweet করুনঃ রচনা লিখার দরকার নেই। সে যা চায় কভার লেটারে তা নিয়েই লিখুন, এক্সট্রা কিছু লিখার দরকার নেই। এমন ভাবে লিখুন বায়ার যেন আপনার দেওয়া লেটার টি ১ মিনিটে পড়ে শেষ করতে পারে। কিছু প্রশ্ন ছেড়ে যান তার জন্য, তাহলে দেখবেন আপনার কাভার লেটার টা অন্যদের চেয়ে আলাদা ও হবে এবং বায়ারও রেসপন্স করবে।

৬। আপনি এখন ফ্রি আছেন তার কাজের জন্যঃ বেশিরভাগ Buyer জব পোস্ট করার পর সে কিন্তু কিছুটা সময় অনলাইনেই থাকে। কারন সে মনে করে কিছুক্ষনের মধ্যে যদি মন মত কাউকে পায় তাহলে হায়ার করে অফলাইনে যাবে।

এবার আপনি যদি আপনার Cover Letter এ উল্লেখ করেন যে, আমি এখন আপনার কাজ টা শুরু করতে পারবো, আমার কাজটি অন্য সবার থেকে আলাদা হবে। এই কথাগুলো Cover Letter এর শেষ লাইনে বলতে পারেন তাহলে Letter টি অন্যদের থেকে কিছুটা আলদা লাগবে। এভাবে লিখলে দেখবেন বায়ার রেসপন্স করবে, যে আচ্ছা ছেলেটা/মেয়েটার সাথে কথা বলে দেখি যদি ভালো লাগে তাহলে হায়ার করে নেব। আরে ভাই বায়ার এর জায়গায় নিজেকে বসিয়ে দেখেন আপনিও কিন্তু এরকমই করতেন।

৭। Price দেখে Buyer Request পাঠানঃ সব জায়গার মধ্যেই কিছু আবর্জনা থাকবেই এতা স্বাভাবিক। সিম্পল এখন বায়ার রিকোয়েস্ট সেকশনে ও থাকবে। কেউ যদি ওয়েবসাইট ডিজাইন ৫ ডলার এ করার জন্য রিকোয়েস্ট করে আর আপনি যদি ওইখানে ও বিড করেন ৫ ডলার এ করে দিবেন বলে, তাহলে আপনি এখানে থাকবেন কেন ভাই আপনাকে আমরা সবাই ধরে মিউজিয়াম এ রেখে আসবো। আপনি যে কাজের যে মার্কেট ভ্যালু ওই মার্কেট ভ্যালু মাথায় রেখে প্রাইজ দিবেন, প্লিজ মার্কেটপ্লেস টাকে আর মাছ বাজার বানাইয়েন না। দেশের বদনাম আর বাড়াইয়েন না।

More Read: Reasons Of Fiverr Account Disable or Suspend

আচ্ছা আমি একটা বায়ার রিকোয়েস্ট সেম্পল দিচ্ছি। দয়া করে এটাকেও আবার কপি পেস্ট কইরেন না।

Buyer Request:
Need someone to help recover from Google penalties and drop of organic traffic. I need a full description of what you will be changing and why. My URL is Coolerexp.com. Traffic has been decreasing since December and I need help ASAP. No black hat methods offered or you will get blocked. Please respond with an audit if you are serious. The website is an amazon affiliate site and is currently making $100 a month. But was making $2000 a month in December. Thank you!

Cover Letter:
Hello,
I have read your project details and it's really shocking that your website is on Google penalties. (Topics Relevant Start)
What is the exact date your website get penalties from Google? (Question)
I can assure you your website will shine again. I have  audited  your website URL: Coolerexp.com and found that.

“Your website traffic is decreased since December and also your DR is not high.”
I will make your website SEO friendly and you will get traffic very soon. 
"No Black Hat Method, Manually White Hat works."

I am ready to start right now so that your amazon sales increase as like as December.

Best Regards,
Md Mahin Chowdhury

শেষ কথাঃ আমার একটু প্রয়াস থাকে আপনাদের মনের ভেতর জমে থাকা একটু হতাশা আর ভুল ধারনা গুলো দূর করার। মনে রাখবেন আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে। উপর ওয়ালা বা ফ্যামিলির দোষ দেওয়া বোকামি। আপনার প্রতিটি সফলতার জন্য যেমন আপনি দায়ি, তেমনই ব্যর্থতার দায় ও কিন্তু আপনাকেই নিতে হবে। 

সবার জন্য রইল শুভকামনা। হ্যাপি ফ্রীল্যান্সিং।


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

2 মন্তব্যসমূহ

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

  1. খুবই ভালো লাগলো আপনার পরামর্শগুলো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
      এরকম আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের 'Tech Shikun- টেক শিখুন' ব্লগের সাথেই থাকুন।

      মুছুন
নবীনতর পূর্বতন