ফটোগ্রাফির মাধ্যমে আয় করার ৭টি উপায় | 6 Ways to Make Money through Photography

photography,tech shikun,event photography,wedding photography,photography freelancing,photography tips,অনলাইনে ইনকাম,ফটোগ্রাফি করে আয়,bd tech,
ফটোগ্রাফির মাধ্যমে আয় করার ৭টি উপায়

এক সময় ফটোগ্রাফিকে শখ হিসেবে দেখা হতো। কিন্তু এখনকার সময়ে ফটোগ্রাফি করে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ সুবিদা আছে। আপনি যদি ভালো মানের ফটোগ্রাফি করতে পারেন তাহলে ফটোগ্রাফিকে একটি পেশা হিসেবে নিতে পারেন। কারন ফটোগ্রাফি করে উপার্জন করার জন্য দারুণ কিছু সুযোগ রয়েছে।

তাহলে চলুন জেনে নেই, ফটোগ্রাফি করে কিভাবে ইনকাম করা যায় তার বিস্তারিতঃ

স্টক ফটোগ্রাফি করে আয়ঃ

স্টক ফটোগ্রাফি হলো সাধারণ সব ছবির জন্য ব্যবহৃত একটি টার্ম। স্টক ফটোগ্রাফি হলো অনলাইন ভিত্তিক একটি ইনকাম সোর্স। বিভিন্ন সংবাদ মাধ্যম, ব্লগ কিংবা ওয়েবসাইটসমুহ তাদের ভিজ্যুয়াল কনটেন্ট এর প্রয়োজনে স্টক ফটোগ্রাফির উপর নির্ভর করে থাকে। স্টক ফটোগ্রাফির মাধ্যমে বেশ ভালো মানের ইনকাম করা সম্ভব। অনলাইনে অসংখ্য স্টক ফটোগ্রাফির ওয়েবসাইট পাওয়া যায় যেমনঃ Adobe Stock, Shutterstock। এসব সাইটে আপনার তোলা ছবি আপলোড করে ইনকাম জেনারেট করতে পারেন। এটির সুবিধা হলো একবার কাজ করার পরেই স্টক ফটোগ্রাফি থেকে স্বয়ংক্রিয়ভাবে আয় হতে থাকে।

ফটো লাইসেন্স করে আয়ঃ

আপনি যদি ভালো মানের ফটোগ্রাফি করে থাকেন তাহলে ফটো লাইসেন্সিং করে ইনকাম করতে পারেন। আপনার সেরা ফটোগ্রাফিগুলো Flickr ও এর মতো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে লাইসেন্স করেও আয় করতে পারবেন। এসব ওয়েবসাইট ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম হলেও এদের লাইসেন্সিং ফিচার ফটোগ্রাফারদের জন্য আয়ের পথ সুগম করে দিয়েছে। এসব সাইট ফটোগ্রাফারদের ছবি লাইসেন্স করতে মূলত গেটি ইমেজেস এর সাহায্যে নিয়ে থাকে। যখনই কেউ লাইসেন্স করা ফটো দেখে বা কিনে, তখন তা থেকে অর্জিত কিছু টাকা ওই ফটোর মালিককে প্রদান করে।

ফ্রিল্যান্স ফটোগ্রাফি করে আয়ঃ

ফটোগ্রাফি করার পাশাপাশি আপনার যদি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি সম্পর্কিত সার্ভিস সম্পর্কে জ্ঞান থাকে; যেমনঃ ফটো এডিটিং, ফটো রিটাচিং ইত্যাদি, তাহলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ফটোগ্রাফি থেকেই আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। Fiverr, Upwork এর মতো বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে ফটোগ্রাফি সম্পর্কিত বিভিন্ন সার্ভিসের প্রচুর চাহিদা রয়েছে।

ফটোগ্রাফি সার্ভিস দিয়ে আয়ঃ

আপনি ফটোগ্রাফি সেবা দিয়ে ইনকাম করতে পারেন। এটি হলো ফটোগ্রাফি ভিত্তিক উপার্জন করার সবচেয়ে সহজ আর কার্যকর উপায়। একজন ফটোগ্রাফার কয়েক ধরনের ফটোগ্রাফি সেবা দিতে পারেন। যেমনঃ Wedding Photography,Event Photography, Outdoor Photography, Fashion Photography ইত্যাদি। স্থানীয়ভাবে যেকোনো জায়গাতে এসব কাজের জন্য ফটোগ্রাফারদের প্রচুর চাহিদা রয়েছে। এগুলো হলো ফটোগ্রাফারদের অল্প কিছু সময় ব্যয় করে ভালো মানের ইনকাম করার অন্যতম উৎস।

ইউটিউবিং করে আয়ঃ

বর্তমানে ইউটিউবে খুব সহজে একটি চ্যানেল খোলে ফটোগ্রাফির মাধ্যমে আপনি ইউটিউব থেকেও ইনকাম করতে পারেন। আপনি যদি অভিজ্ঞ ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে ইউটিউবে ফটোগ্রাফি সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও এবং ফটোগ্রাফি করার সময় ক্যামেরার পেছনের গল্প নিয়েও বিভিন্ন ভিডিও বানিয়ে চ্যানেলে আফলোড করতে পারেন। এছাড়াও বিভিন্ন স্পন্সর এর সাহায্য নিয়ে আপনার চ্যানেলে ক্যামেরার রিভিউ দিয়ে আয় করতে পারেন। এতে আয় করার পাশাপাশি আপনার ফটোগ্রাফি সার্ভিসেরও প্রচার প্রসার হয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয়ঃ

এখনকার সময়ে যেকোনো ব্যবসাকে জনপ্রিয় করে তুলার অন্যতম মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া একধাপ এগিয়ে। তাই আপনার তুলা খুব ভালো ফটোগুলো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যেমনঃ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। এতে অনেকে আপনার তুলা ছবিগুলো দেখতে পারবে৷ যদি ছবিগুলো ভালো হয় তাহলে সেখান থেকে অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য। এভাবে আপনি অনেক কাজ পেতে পারেন।

ফটোগ্রাফি ব্লগিং করে আয়ঃ

অনলাইনে যেকোনো বিষয়ে দিনদিন ব্লগের ব্যাপক চাহিদা বেড়েই চলেছে। বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীরা ব্লগ পোস্ট পড়তে পছন্দ করেন। তাই আপনি একটি ব্লগ খুলে সেই ব্লগে ফটোগ্রাফি বিষয়ক বিভিন্ন জ্ঞান ও মতামত শেয়ার করতে পারেন। ইন্টারনেট অনেক সাইট আছে যেগুলো দিয়ে আপনি ফ্রীতে একটি ব্লগিং সাইট খুলে নিতে পারেন এবং পোস্ট করতে পারেন। কিছুদিন পর ওই ব্লগে যখন ভিজিটর আসতে থাকবে তখন ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে অনেক টাকা আয় করতে পারবেন।


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন