স্মার্টফোন বা মোবাইল ব্যাটারি সঠিক নিয়মে কীভাবে দ্রুত চার্জ করতে হয়- Tech Shikun- টেক শিখুন

Tech Shikun টেক শিখুন,স্মার্টফোন,সঠিক নিয়মে মোবাইল চার্জ,mobile phones,smart phones,
ব্যাটারি সঠিক নিয়মে কীভাবে দ্রুত চার্জ করতে হয়

আজ আপনাদের সাথে আলোচনা করব স্মার্টফোন বা মোবাইল ব্যাটারি সঠিক নিয়মে কীভাবে দ্রুত চার্জ করতে হয় এবং এর ব্যাটারি ভালো রাখার উপায়।

সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়া আমাদের সবার পক্ষে গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে মোবাইল ফোন এর প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের এই ব্লগে বলার মতো কিছু নেই। এখনকার ইন্টারনেটের মায়াজালে ঘেরা পৃথিবীতে দরিদ্র কিংবা ধনী সবার কাছে একটি স্মার্টফোন যেন হাতের পুতুল। যেকোনো স্থানে যেকোনো প্রয়োজনে পকেট থেকে স্মার্টফোনটিই সবার আগে বের করতে হয়।

কিন্তু মোবাইল ব্যবহার করা সবার জানা থাকলেও অভাব রয়েছে মোবাইল ব্যবহারের কিছু নিয়মকানুন। মোবাইলের অথবা স্মার্টফোনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু সঠিক নিয়ম অনেকেই জানেন না। যার কারনে একটি মোবাইল ভালভাবে বেশিদিন ব্যবহার করা যায়না।

আমরা প্রায় সবাই সারাদিন সোশ্যাল সাইটগুলোতে অথবা ইন্টারনেট ব্রাউজিংয়ে জড়িয়ে থাকি আর রাতে চোখে ঘুম আসার সাথে সাথেই মোবাইল ফোনটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নিয়মকানুন। সঠিকভাবে মোবাইল ফোন চার্জ না দিলে দ্রুত ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এবং কিছুদিনের মধ্যেই ব্যাটারি ও মোবাইল অচল হয়ে পড়ে।

আরো পড়ুনঃ
১. ল্যাপটপ কিনবেন? না ডেস্কটপ কিনবেন? কোনটি ভালো?
২. স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড

তাহলে চলুন জেনে নেই মোবাইল চার্জ দেওয়ার ৫টি সঠিক নিয়মঃ

১. মোবাইল চার্জ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখা জরুরী যেন এতে ২৫% এর কম চার্জ থাকে। সবসময়ই উচিত ব্যাটারিতে ৫০-৯০% পর্যন্ত চার্জ বজায় রাখা। মোবাইলে যখন ২৫% এর কম চার্জ আসবে তখনই হলো সঠিক সময় ফোন চার্জ দেওয়ার।

২. সবসময় চেষ্টা করবেন যেন চার্জের পরিমাণ ২০% থেকে কম না হয়। কারন যখন ব্যাটারির চার্জ ২০% থেকে কম হয়, তখন মোবাইল অনেকটা দুর্বল থাকে। দিনের পর দিন ২০% এর কম চার্জ থাকা অবস্থায় ভারী ভারী অ্যাপস মোবাইলে ব্যবহার করলে ব্যাটারি খারাপ হয়ে যায় তার সাথে ক্ষতি হয় মোবাইল ফোনের।

৩. মোবাইল ফোনটি যখন চার্জে দিবেন তখন ১০০% চার্জ না হওয়া পর্যন্ত চার্জ থেকে খুলবেন না। অনেকেই ১০০% চার্জ না দিয়ে ৮০%, ৯০%, ৯৫% অব্দি চার্জ হওয়ার পর চার্জ থেকে মোবাইল খুলে ফেলে। এতে ব্যাটারি কিছুদিন চালানোর পর সমস্যা দেখা দেয়। তাই যখনই চার্জে দিবেন তখন যেন ২৫% এর নিচে চার্জ থাকে আর চার্জে দেওয়ার পর সম্পূর্ণ ১০০% পূরন করে চার্জ থেকে খুলুন।

৪. কখনই মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করবেন না। কারন এতে মোবাইলের ব্যাটারি বেশি পরিমানে গরম হয়ে যায় এবং মোবাইল ফোনটিও সাংঘাতিকভাবে  ক্ষতিগ্রস্ত হয়। তাই চার্জে দিয়ে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন।

৫. আমাদের মোবাইল ফোনে অনেক ধরনের Apps থাকে, যা কোনোটি প্রয়োজন আবার কোনোটির প্রয়োজন নেই। মোবাইল ফোনে থাকা Apps গুলো প্রচুর পরিমানে ব্যাটারির চার্জ ক্ষয় করে। তাই মোবাইল ফোনে অপ্রয়োজনীয় Apps না রাখাই ভালো। যে Apps গুলো প্রয়োজন সেগুলো রেখে অপ্রয়োজনীয় Apps গুলোকে ডিলেট করে দিন অথবা Disable করে রাখুন। এতে ব্যাটারির চার্জ অনেকটাই বেচে যাবে।

উপরের এই নিয়মগুলো সঠিকভাবে পালন করলে ফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত টেকনোলজি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

4 মন্তব্যসমূহ

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

  1. খুব উপকারী তথ্য। ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
      আমাদের 'Tech Shikun- টেক শিখুন' ব্লগের সাথেই থাকুন।

      মুছুন
  2. আপনার সাইটের ডিজাই এবং কন্টেন্ট কলিটি খুবই কার্যকারি। আমি অনেক উপকৃত হয়েছি আপনার সাইট ও কন্টেন্ট থেকে আশা করি অন্যরা উপকৃত হবে ।

    https://ittechlist.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95/

    চাইলে আমার সাইটটি ভিজিট করতে পারেন Tips and Tricks

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
      আমাদের 'Tech Shikun- টেক শিখুন' ব্লগের সাথেই থাকুন।

      মুছুন
নবীনতর পূর্বতন