কম্পিউটারের জন্য ফ্রি ৩টি সেরা এন্টিভাইরাস- Best Free Antivirus Download in 2021- Tech Shikun

কম্পিউটারের জন্য ফ্রি ৩টি সেরা এন্টিভাইরাস- Best Free Antivirus Download in 2021- Tech Shikun
কম্পিউটারের জন্য ফ্রি ৩টি সেরা এন্টিভাইরাস

আজকাল প্রযুক্তি ঘেড়া পৃথিবীতে আমরা প্রায় সবাই বিভিন্ন কাজের জন্য কম্পিউটার ব্যবহার করে থাকি। কম্পিউটার ছাড়া এক মুহূর্তও কাটেনা। কম্পিউটার হার্ডডিস্কে  আমরা রেখে দেই আমাদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য। কিন্তু কম্পিউটার ব্যবহারে আমাদের মানতে হবে নিরাপত্তার দিকটিও, অন্যতায় ভাইরাস আক্রমনের কারনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য নষ্ট বা চুরি হয়ে যেতে পারে। কম্পিউটার ভাইরাস থেকে বাঁচতে আমামদেরকে অবশ্যই ভালো কোনো এন্টিভাইরাস ব্যবহার করতে হবে। এন্টিভাইরাস ব্যবহারে কম্পিউটারে ভাইরাস আক্রমন করতে পারেনা, কারন এন্টিভাইরাস ভাইরাসকে নির্মূল করে রাখে। এতে আমাদের কম্পিউটারে থাকা সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে থাকবে।

কিন্তু টাকা দিয়ে এন্টিভাইরাস সফটওয়্যার কেনা অনেকেরই সাধ্যের বাইরে। তবে চিন্তার কোনো কারন নেই অনেক এন্টিভাইরাস সফটওয়্যার আছে যা ফ্রী'তে অনায়াসেই ব্যবহার করা যায়। তাই আজ আমি আমার এই Tech Shikun টেক শিখুন ব্লগে এমন কিছু ভালোমানের ফ্রি এন্টিভাইরাস সম্পর্কে বিস্তারিত করব, যে এন্টিভাইরাস সফটওয়্যারগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করলে আপনার পার্সোনাল কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে থাকবে এবং কম্পিউটারকে নিরাপত্তার দিকে কয়েকগুন এগিয়ে নিয়ে যেতে পারবেন।

শুধু তাই নয় এই ৩টি সেরা ফ্রি এন্টিভাইরাস এর রয়েছে মোবাইল সংস্করণও যা আপনার পার্সোনাল কম্পিউটারের পাশাপাশি আপনার এন্ড্রয়েড মোবাইলটিকেও সুরক্ষা প্রদান করবে। তবে বিস্তারিত আলোচনার আগে জেনে নেবো এন্টিভাইরাস কি এবং এন্টিভাইরাস এর কাজ কি।

এন্টিভাইরাস কীঃ

এন্টিভাইরাস হলো এক ধরণের প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করতে সাহায্য করে ও কম্পিউটারের হার্ডডিস্কে থাকা তথ্যগুলোকে সবসময় সুরক্ষিত রাখে। ফলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট হওয়ার ভয় থাকে না। অনেক সময় ভাইরাস আক্রান্ত কম্পিউটার ঠিকঠাক কাজ করে না। কোন কোন সময় খুবই হ্যাং করে। এমনকি হার্ডডিস্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই আমাদের পার্সোনাল কম্পিউটারে এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল থাকা খুবই জরুরি।

এন্টিভাইরাস এর কাজ কিঃ

এন্টিভাইরাসের কাজ হল কম্পিউটারের হার্ডডিস্কে থাকা সকল তথ্যগুলোকে সুরক্ষা প্রদান করা। এন্টিভাইরাস কম্পিউটারকে ভাইরাস আক্রমন হতে রক্ষা করে এবং ভাইরাসগুলোকে শনাক্ত করে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। তবে এন্টিভাইরাস থেকে ভালো ফল পেতে হলে এন্টিভাইরাস সফটওয়্যারগুলোকে নিয়মিত আপডেট করা খুবই প্রয়োজন।

ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যারঃ

অনেকে মনে করেন পেইড এন্টিভাইরাস সফটওয়্যারগুলো কম্পিউটারে ভালো সুরক্ষা দেয় এবং ফ্রি সফটওয়্যারগুলো ঠিক ভাবে কাজ করে না বা সুরক্ষা দেয় না। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল, তবে সব এন্টিভাইরাস ভালো তাও কিন্তু সত্যি নয়। ইন্টারনেটে অনেক অনেক ফ্রি এন্টিভাইরাস পাওয়া যায়, সেগুলো অনায়াসে বিনামূল্যে ব্যবহার করা যায়।

অনেক এন্টিভাইরাস আছে যেগুলো আপনার কম্পিউটারকে ধীর করে দেয়। ফলে ইন্টারনেট ব্রাউজার বা কোন ফাইল খুলতে গেলে যথেষ্ট সময় লেগে যায়। আবার বেশ কিছু এন্টিভাইরাস আছে যেগুলো আপনার আড়ালে আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ অথ্যগুলো অন্যত্র পাচার করে দেয়। তাই এমন এন্টিভাইরাস থাকার থেকে না থাকাই ভালো। তবে এন্টিভাইরাস ব্যবহার করার আগে তার সম্পর্কে রিভিউ পড়ে নেওয়া জরুরি। আমার তালিকায় থাকা ৩টি এন্টিভাইরাসই যথেষ্ট কার্যকর। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১. অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস- Avast Free Antivirus

কম্পিউটারের জন্য ফ্রি ৩টি সেরা এন্টিভাইরাস- Best Free Antivirus Download in 2021- Tech Shikun
অ্যাভাস্ট ফ্রি এন্টিভাইরাস- Avast Free Antivirus

আমার তালিকায় প্রথম স্থানে থাকা অ্যাভাস্ট এন্টিভাইরাসটি ফ্রি সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। এটি ইন্সটল করা সহজ এবং ব্যবহার করাও সহজ। ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং পেজ গুলো শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্লক করে দিতে এই বুদ্ধিমান এন্টিভাইরাসটির কোন জুড়ি নেই। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যারটি স্মার্ট অ্যানালাইটিকস ব্যবহার করে ক্ষতি হওয়ার আগেই বাইরে থেকে আসা হুমকিগুলোকে থামিয়ে দিয়ে আপনাকে সুরক্ষা প্রদান করে থাকে। এছাড়া এই এন্টিভাইরাসটি ইন্টারনেট ব্রাউজিং ক্ষেত্রেও সুরক্ষা প্রদান করে থাকে।

এছাড়া এই এন্টিভাইরাস সফটওয়্যারে রয়েছে সাইবার ক্যাপচার, ওয়াইফাই ইন্সপেক্টর, স্মার্ট স্ক্যানার মত ফিচার। পাশাপাশি অ্যাভাস্ট এন্টিভাইরাস সব ব্রাউজারেই ইউআরএল (URL) প্রটেকশন সুবিধা দিয়ে থাকে। যে সকল ব্যক্তিরা কম্পিউটারে ফুল স্ক্রিনে গেম খেলতে, মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই এন্টিভাইরাসে রয়েছে "ডু নট ডিস্টার্ব" মোড।

২. বিটডিফেন্ডার ফ্রি এন্টিভাইরাস Bitdefender Free Antivirus

কম্পিউটারের জন্য ফ্রি ৩টি সেরা এন্টিভাইরাস- Best Free Antivirus Download in 2021- Tech Shikun
বিটডিফেন্ডার ফ্রি এন্টিভাইরাস Bitdefender Free Antivirus

আমার তালিকায় ২য় স্থানে থাকা বিটডিফেন্ডার এন্টিভাইরাসটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যারের জগতে সবচেয়ে জনপ্রিয় একটি এন্টিভাইরাস। লাইটনিং ফাস্ট এই এন্টিভাইরাসটি ফ্রীতে খুব সহজে ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করা যায় এবং আপনার পার্সোনাল কম্পিউটারকে ধীর না করে দ্রুত গতিতে কাজ করে চলে কোনো টাকা পয়সা ছাড়াই। যে সকল ব্যক্তিরা গেম খেলেন, ছবি এবং ভিডিও এডিটিং এর মত ভারি কাজ করেন তারা কোনরূপ সমস্যা ছাড়াই এই এন্টিভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে নিরাপদে কাজ করতে পারবেন। 

বিটডিফেন্ডার এন্টিভাইরাসের এই ফ্রি এডিশনে রয়েছে রিয়েল-টাইম হুমকি সনাক্তকরণ প্রযুক্তি এবং ভাইরাস স্ক্যানিং ও ম্যালওয়্যার অপসারণের মত প্রযুক্তি। এর এন্টি-ফিশিং টেকনোলজি ফিশিং ওয়েবসাইটগুলো শনাক্ত করে ব্লক করে দিয়ে আপনার ডেটা চুরি হওয়া রোধ করে এবং এর এন্টি-ফ্রড টেকনোলজিতে থাকা উন্নত ফিল্টারিং সিস্টেম যা স্ক্যাম ওয়েবসাইটগুলোর আচরণ শনাক্ত করে আপনার আর্থিক ডেটা চুরি হওয়া রোধ করে।

. পাণ্ডা ফ্রি এন্টিভাইরাস Panda Free Antivirus

কম্পিউটারের জন্য ফ্রি ৩টি সেরা এন্টিভাইরাস- Best Free Antivirus Download in 2021- Tech Shikun
পাণ্ডা ফ্রি এন্টিভাইরাস Panda Free Antivirus

আমার তালিকায় ৩য় স্থানে থাকা পাণ্ডা (Panda) এন্টিভাইরাস সফটওয়্যারটির জনপ্রিয়তা ফ্রি এন্টিভাইরাসের জগতে দিন দিন বেড়েই চলেছে। সহজ সরল সেটিংসের জন্য এই এন্টিভাইরাসটি ব্যবহার করা আপনার পক্ষে খুব সহজ। এর পাশাপাশি এই এন্টিভাইরাসটি আপডেট করার ব্যাপারে আপনাকে কোন চিন্তা করতে হবে না কারণ এই এন্টিভাইরাসটি সমস্ত কাজ ক্লাউড নেটওয়ার্ক থেকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই আপডেট করা নিয়ে জামেলা মুক্ত থাকা যায়। এই বিনামূল্যের এন্টিভাইরাসে থাকা ফিচারগুলো টাকা দিয়ে কেনা প্রিমিয়াম এন্টিভাইরাসে থেকে থাকে। যে কারণে এই এন্টিভাইরাসটি দ্রুত জনপ্রিয়তা লাভ করছে।

এছাড়াও, যেকোন ম্যালওয়্যার এবং স্পাইওয়্যারের বিরুদ্ধে এই এন্টিভাইরাসটি রিয়েল-টাইম সুরক্ষা দিয়ে থাকে। এতে রয়েছে ইউএসবি ড্রাইভ স্ক্যান করার সুবিধা যে কারণে ইউএসবি ড্রাইভ থেকে ম্যালওয়্যার আক্রমণ থামিয়ে দেয়। আর রয়েছে পাণ্ডা রেসকিউ কিট যা একটি ফ্রি পিসি রিকভারি সিস্টেম যার সাহায্যে আপনি এডভান্স স্ক্যান করতে পারবেন এবং রেসকিউ ইউএসবি ড্রাইভ তৈরি করে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়া মাল্টিমিডিয়া গেমিং মোড ব্যবহার করে কোন ঝামেলা ছাড়াই আপনি মুভি দেখতে এবং গেম খেলত পারবেন।

সর্বশেষে একটাই কথা শুধুমাত্র এন্টিভাইরাস ব্যবহার করলেই যে আপনার পার্সোনাল কম্পিউটার সুরক্ষিত থাকবে তা কিন্তু নয়। আপনার কম্পিউটারে অন্য কোন সফটওয়্যার ইন্সটল করার আগে সেই সফটওয়্যারটির উৎস ও নির্মাতা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। নিশিচত হয়ে তবেই আপনার কম্পিউটারে ইন্সটল করুন। আর ক্রাক করা সফটওয়্যার ব্যবহার করা থেকে নিজেকে দূরে রাখুন। কারণ বেশির ভাগ ক্রাক সফটওয়্যারের ইন্সটলেশন ফাইলের ভিতরে মারত্মক ক্ষতিকর অনেক ভাইরাস বা ম্যালওয়্যার থাকে।

ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন