স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড | Important Secret Codes Of Smartphones by Tech Shikun

mobile phones,tech tips,samsung phone check code,secret code,Tech Shikun,bd tech,bangla tech tricks,smart phones,স্মার্টফোন,টেক শিখুন,
স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড

স্মার্টফোনে লুকিয়ে আছে কিছু সিক্রেট কোড যা আমাদের অনেকেরই অজানা। এসব কোড ফোনে ডায়াল করে খুব সহজেই ফোনের বিভিন্ন তথ্য ও অনেক ফিচারসমূহ চেক করা যায়। এখনকার সময়ে প্রায় সবার কাছে একটি স্মার্টফোন থাকেই। স্মার্টফোন ছাড়া যেন পৃথিবী অন্ধকার। তবে আমরা স্মার্টফোন ব্যবহার করলেও অনেকেই ফোনের সেই সিক্রেট কোডগুলো জানিনা। এই কোডগুলো ডায়াল করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন সেটিংস পরিবর্তন ও ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন।

তাই চলুন আজ দেখে নিই কিছু সিক্রেট কোড ও শিখে নেই কোন কোড দিয়ে কি কাজ করা হয়ঃ

কোডগুলো ও কোডের কাজ সমূহঃ

  1. *#06# – ফোনের IMEI নাম্বার দেখা যাবে।
  2. *2767*3855# – ফোন ফ্যাক্টরি রিসেট করার জন্য।
  3. *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য জানার জন্য।
  4. *#7465625# – ফোন লক স্ট্যাটাস।
  5. *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন (ফোনের সকল ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাকআপ করা যাবে।)
  6. *#*#197328640#*#* – সার্ভিস মোড কোড (বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।)
  7. *#*#7594#*#* – ফোনে ইন্ড কল/পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করার জন্য।
  8. *#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড।
  9. *#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন জানার জন্য। (ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।)
  10. *#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাকআপ করার জন্য।
  11. *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
  12. *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন চেক করার জন্য।
  13. *#*#1234#*#* – PDA এবং Firmware ভার্সন চেক করার জন্য।
  14. *#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
  15. *#*#0842#*#* – ব্যাকলাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
  16. *#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর সকল ইনফর্মেশন জানার জন্য।
  17. *#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
  18. *#9900# – সিস্টেম ডাম্প মোড।
  19. *#9090# – ফোনের ডায়াগনস্টিক কনফিগারেশন।
  20. *#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
  21. *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।

W-LAN, GPS and Bluetooth Test Codes:

  1. *#*#232338#*#* – ফোনের ওয়াইফাই ম্যাক এড্রেস চেক করার জন্য।
  2. *#*#1472365#*#* / *#*#1575#*#* – ফোনের জিপিএস টেস্ট করার জন্য।
  3. *#*#232331#*#* – Bluetooth টেস্ট করার জন্য।
  4. *#*#232337#*# – Bluetooth ডিভাইস ইনফর্মেশন জানার জন্য।
  5. *#*#232339#*#* / *#*#526#*#* / *#*#528#*#* – W-LAN টেস্ট করার জন্য। (টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।)
  6. *#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট করার জন্য।
  7. *#*#0*#*#* – ফোনের এলসিডি(LCD) টেস্ট করার জন্য।
  8. *#*#2664#*#* – ফোনের টাচ স্ক্রীন টেস্ট করার জন্য।
  9. *#*#2663#*#* – টাচ স্ক্রীন ভার্সন চেক করতে।
  10. *#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।
  11. *#*#0673#*#* / *#*#0289#*#* – মেলোডি টেস্ট করতে।
  12. *#*#3264#*#* – ফোনের র‍্যাম ভার্সন টেস্ট করতে।

ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন