মোবাইল গরম হলে কি করনীয় ও গরম হওয়ার কারন কি? Tech Shikun- টেক শিখুন

মোবাইল গরম হলে কি করনীয়,Tech Shikun- টেক শিখুন,tech tips,mobile phones,smart phones,tech news bangla,
মোবাইল গরম হলে কি করনীয় ও গরম হওয়ার কারন।

আজ আপনাদের সাথে আলোচনা করব আপনার হাতের মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হলে কি করণীয় ও গরম হওয়ার কারন কি কি? এই বিষয় নিয়ে।

এখনকার সময়ে প্রায় সবাই একটি মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করলেও অধিকাংশ ব্যবহারকারীই এর সঠিক ব্যবহার জানেন না, যার কারনে অধিকাংশ ব্যবহারকারীকেই মোবাইল গরম হওয়ার সমস্যায় পড়তে হয়। তারা এটাও জানেন না মোবাইল গরম হলে কি করনীয় ও মোবাইল ফোন কেন অতিরিক্ত গরম হয়।

বিভিন্ন কারনে মোবাইল গরম হতে পারে। যেকোনো ভারী বা নরমাল কাজ করলে অথবা হাই রেজুলেশন গেইম খেললে মোবাইল গরম হয়। আর তাপমাত্রা এতটাই বেশি হয়ে যায় যে এতে হাত দিয়ে ধরলে প্রচুর গরম অনুভূত হয়। তবে চাইলেই হাতের স্মার্টফনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে নিয়ন্ত্রন বা বাচানো সম্ভব। যেমনঃ

ম্যালওয়্যার (Malware) আক্রমনঃ ম্যালওয়্যার হলো একধরনের ভাইরাস। মোবাইল বা স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার কারন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যালওয়্যার আক্রমন দায়ী। মোবাইল বা স্মার্টফোনে বিভিন্নভাবে ম্যালওয়্যার আক্রমন করতে পারে। তবে আক্রমনের অন্যতম কারন হলো Play Store অথবা Appstore ছাড়া অন্য কোনো সোর্স থেকে অথবা শেয়ারিংয়ের মাধমে যেকোনো Apss ডাউনলোড করা। এছাড়াও বিভিন্ন স্প্যাম লিংকে প্রবেশ করা, যেকোনো Unsafe বা Crack ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করা ইত্যাদি। এসব কারনে মোবাইল বা স্মার্টফোনে ম্যালওয়্যার আক্রমন হতে পারে। এর থেকে বাচার জন্য উপরের কাজগুলো না করার দিকে সাবধানতা অবলম্বন করতে হবে।

থার্ড পার্টি অ্যাপ (Third Party App) ঃ মোবাইল বা স্মার্টফোনে আমরা প্রতিদিন বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করে থাকি। এর মধ্যে কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলোতে অতি মাত্রায় বিজ্ঞাপন দেখায় এবং এমন কিছু অ্যাপ থাকে যা সবসময়ই ব্যাকগ্রাউন্ডে চালু অবস্থায় থাকে। যা ফল হিসেবে মোবাইল বা স্মার্টফোন ধীরে ধীরে অতিরিক্ত গরম হয়ে যায়।

এর থেকে বাচার জন্য যেকোনো প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করার পূর্বে Play Store অথবা Appstore থেকে সেই অ্যাপ এর রেটিং ও ব্যবহারকারীদের রিভিউ জেনে নিতে হবে। কিন্তু যদি আগে থেকেই ফোনে এমন কোনো অ্যাপ থাকে যার রেটিং ও রিভিউ খারাপ তাহলে সেই অ্যাপ ফোন থেকে আনইন্সটল করে নেওয়াই ভালো। আর ফোনের মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপ না রাখার চেষ্টা করবেন। সচরাচর কাজে লাগেনা এমন অ্যাপ ফোন থেকে রিমোভ করে দিন। 

গেইম খেলাঃ  অনেকেই ফোনের মধ্যে একটানা অনেক সময় ধরে হাই রেজুলেশনের বিভন্ন গেইম খেলে থাকেন। ফোন গরম হওয়ার আরেকটি অন্যতম কারন হলো একটানা বেশিক্ষন গেইম খেলা। হাই রেজুলেশনের গেইম খেলার কারনে মোবাইল বা স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে, এছাড়াও ফোনে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তাই একটানা গেইমা না খেলে নির্দিষ্ট সময় বিরতি নিয়ে গেইম খেলতে হবে ও চেষ্টা করতে হবে হাই রেজুলেশনের গেইম কিছু কম খেলার।

ভালো মানের চার্জারঃ মোবাইল বা স্মার্টফোন গরম হওয়া না হওয়ার ক্ষেত্রে ভালো মানের চার্জার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চার্জারের মধ্যে রয়েছে বিভিন্ন পার্থক্য। মোবাইল বা স্মার্টফোন কোম্পানি ফোনের মডেল ভেদে সাধারনত ১ থেকে ৩ অ্যাম্পায়ার এর চার্জার নির্বাচন করে দেন। ভিন্ন মডেলের মোবাইল বা স্মার্টফোনের জন্য ভিন্ন অ্যাম্পায়ার এর চার্জার ব্যবহার করতে হয়। নিম্নমানের চার্জার বা অন্য ফোনের ভিন্ন সক্ষমতার চার্জার ব্যাবহার করলে ফোন অতিরিক্ত গরম হতে পারে। তাই মোবাইল বা স্মার্টফোন চার্জ দেওয়ার সময় অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে। কোনোভাবেই এক ফোনের চার্জার দিয়ে অন্য ফোন চার্জ দেওয়া উচিৎ নয়। কোনো কারনে অরিজানল চার্জার হারিয়ে বা নষ্ট হয়ে গেলে আগের চার্জার এর সমান সক্ষমতা ও একইরকম মডেলের চার্জার কিনে নিতে হবে। 

চার্জে দিয়ে ফোন ব্যবহারঃ অনেকেই ফোন চার্জে দিয়ে বিভিন্ন কাজ করে থাকেন। কিন্তু মোবাইল বা স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার জন্য ফোন চার্জে লাগিয়ে ব্যবহার আন্তরিকভাবে দায়ি। চার্জে দিয়ে ফোন ব্যবহার করলে মোবাইল বা স্মার্টফোন স্বাভাবিকের চাইতে বেশি গরম হয়। এতে একদিকে ব্যাটারির ক্ষতি হয় অন্যদিকে ফোনের ক্ষতি হয়।

আরো পড়ুনঃ

তাই চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এছাড়াও মোবাইল বা স্মার্টফোন চার্জে লাগানো অবস্থায় ফোনকে বিছানা বা সোফার ন্যায় নরম জায়গায় না রেখে টেবিল কিংবা শক্ত কোনো নিরাপদ স্থানে রাখা জরুরী। খেয়াল রাখতে হবে যেন ফোনটি কোনো অবুজ বাচ্চা না চুতে পারে।

তীব্র রোদ এড়িয়ে চলাঃ অতিরিক্ত রোদের মধ্যে মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করলে বাহ্যিক তাপের কারনে ফোন খুব দ্রুত গরম হয়ে যায়। রোদের মধ্যে ফোন ব্যবহারের ক্ষেত্রে মেটাল বডির ফ্রেমসম্পন্ন ফোনগুলো অতি মাত্রায় গরম হয়। তাই রোদের মধ্যে ফোন ব্যবহার করা থেকে এড়িয়ে থাকতে হবে।

উপরের পদ্ধতিগুলো অনুসরন করলে অনেকাংশই মোবাইল বা স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যাটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু কোনো ক্ষেত্রে উক্ত পদ্ধতিগুলো মেনে থাকার পরও ফোন গরম হয় তাহলে ফোনটি একবার "ফ্যাক্টরি ডাটা রিসেট" করে দেখে নিতে পারেন। তবুও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনার ফোনটি আশেপাশের কোনো অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করিয়ে নিতে পারেন।


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকবেন আশা করি। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

1 মন্তব্যসমূহ

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন