হোয়াটসঅ্যাপ এর ৭টি নতুন ফিচার | New 7 Features of WhatsApp 2021 | Tech Shikun

প্রতিবারের মতো এবারও হোয়াটসঅ্যাপ (WhatsApp) নতুন কিছু ফিচার (Feature) রিলিজ করেছে...ফেসবুক মেসেঞ্জার এর ভ্যানিশিং মেসেজ ফিচারের মতো হোয়াটসঅ্যাপে...
হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার | ছবিঃ সংগ্রহীত

আজ আপানদের সাথে আলোচনা করব হোয়াটসঅ্যাপ (WhatsApp) এর রিলিজ করা ৭টি নতুন ফিচার সম্পর্কে। পুরো আর্টিকেলটি পড়ে জেনে নিন সেই ফিচারগুলো।

হোয়াটসঅ্যাপ হলো ফেসবুকের মালিকানাধীন একটি ইন্টারনেট মেসেজিং সিস্টেম, যা সাবলীল মেসেজিং সুবিধার জন্য ইতোমধ্যেই বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। একের পর এক নতুন নতুন ফিচার যোগ করার ফলে অ্যাপটি ব্যবহারকারীদের প্রতি আরো আকর্ষণ বাড়িয়ে তুলছে। প্রতিবারের মতো এবারও তারা কিছু ফিচার রিলিজ করেছে। চলুন জেনে নেয়া যাক হোয়াটসঅ্যাপ এর সেই নতুন ৭টি ফিচার সম্পর্কে।

১। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ – Disappearing Message

ফেসবুক মেসেঞ্জার এর ভ্যানিশিং মেসেজ ফিচারের মতো হোয়াটসঅ্যাপ এর মধ্যেও ফিচারটি যুক্ত হয়েছে। সাধারণ চ্যাটের পাশাপাশি উভয় ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী ব্যবহার করা যাবে এই ফিচারটি।

কোনো চ্যাটে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

  • যে চ্যাটটিতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু করতে চান সেটিংতে প্রবেশ করুন।
  • প্রোফাইলে প্রবেশ করুন।
  • Disappearing Messages সেকশনে প্রবেশ করে “On” করুন।

একই পদ্ধতি অনুসরণ করে “Off” সিলেক্ট করলে ফিচারটি উক্ত চ্যাটের জন্য বন্ধ হয়ে যাবে। এই ফিচারটি চালু করার পর যেসব মেসেজ পাঠানো হবে, সেগুলো ৭দিন পর নিজে থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়াও যে প্রোফাইলে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি চালু থাকবে, সেটির প্রোফাইল পিকচারে একটি সময়ের আইকন প্রদর্শিত হবে।

২। নতুন ওয়ালপেপার – New Wallpapers

হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের ওয়ালপেপার কাস্টমাইজেশনে ইদানিং ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। ইচ্ছে করলেই পরিবর্তন করা যাবে হোয়াটসঅ্যাপ এর ডিফল্ট ওয়ালপেপার। এখন থেকে প্রতিটি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করা যাবে।

আরো পড়ুনঃ মোবাইল গরম হলে কি করনীয়

ওয়ালপেপার পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

  • প্রথমে হোয়াটসঅ্যাপ এর থ্রি-ডট মেন্যু হতে Settings এ প্রবেশ করুন।
  • তারপর Chats সেকশনটি সিলেক্ট করে Wallpaper সিলেক্ট করুন।
  • তারপর Change অপশনটি সিলেক্ট করুন।
  • হোয়াটসঅ্যাপ এর কিছু ডিফল্ট ওয়ালপেপার দেখতে পাবেন, ইচ্ছে করলে এখান থেকে পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। অথবা নিচের My Photos অপশন থেকে Gallery তে গিয়ে ইচ্ছেনুযায়ী যেকোনো ছবি ওয়ালপেপার হিসেবে সেট করে নিতে পারেন।

৩। স্টোরেজ ম্যানেজমেন্ট টুল – Storage Management Tool

হোয়াটসঅ্যাপ এর বিভিন্ন গ্রুপে এড থাকার ফলে অসংখ্য মিডিয়া ফাইল ফোনের স্টোরেজে সেভ হয়ে যায়। এসব ফাইল ফোনে বিশাল পরিমাণ স্টোরেজ দখল করে থাকে৷ অপ্রয়োজনীয় ফাইলগুলো যেন ফোনের স্টোরেজে জায়গা দখল না করে, তার জন্য স্টোরেজ ম্যানেজমেন্ট এর নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে।

নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

  • হোয়াটসঅ্যাপ এর “থ্রি-ডট মেন্যু হতে Settings এ প্রবেশ করুন।
  • Storage & Data তে প্রবেশ করুন।
  • Manage Storage নামক অপশনটি ব্যবহার করে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ এর অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে নিন।

৪। মেসেঞ্জার রুম – Messenger Room

হোয়াটসঅ্যাপ এর মধ্যে ইতিমধ্যে ভিডিও কলিং সুবিধা থাকলেও তার রয়েছে কিছু সীমাবদ্ধতা। বর্তমানে হোয়াটসঅ্যাপে এর ভিডিও কলে সর্বোচ্চ ৮ জন ব্যক্তি অংশগ্রহণ করা যায়। কিন্তু আমাদের বিভিন্ন কারণে ৮ জনের অধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার প্রয়োজন পড়ে। এই সমস্যার সমাধান করতে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেঞ্জার রুম ফিচারটি যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ এর Call ট্যাব এ থাকা কল আইকন এর উপরে একটি নতুন আইকন যুক্ত হয়েছে। এই আইকনটি দ্বারা সরাসরি মেসেঞ্জারের মত রুম তৈরী করা যাবে। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের কম্পিউটার ভার্সনেও কাজ করবে।

৫। মিউট চ্যাট – Mute Chat

এখন থেকে সারাজীবনের জন্য মিউট করে দেওয়া যাবে কাঙ্খিত হোয়াটসঅ্যাপ চ্যাট। এর মাধ্যমে নির্দিষ্ট চ্যাট এর নোটিফিকেশন ইচ্ছানুযায়ী সবসময়ের জন্য বন্ধ করতে পারবেন ব্যবহারকারীগণ।

Mute Chat ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

  • যে চ্যাটটি Mute করতে চান তার প্রোফাইলে ঢুকুন।
  • Mute Notifications অপশনটি সিলেক্ট করুন।
  • এখন আপনি যদি সব সময়ের জন্য Mute রাখতে চান তাহলে “Always” সিলেক্ট করে “OK” সিলেক্ট করুন। অথবা কিছু সময়ের জন্য রাখতে চাইলে ডিফল্টভাবে কিছু সময় দেওয়া থাকে, আপনি ইচ্ছেনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন।

Unmute করার জন্য Mute Notifications অপশনটি আবার অফ করে দিন।

আরো পড়ুনঃ সঠিক নিয়মে মোবাইল চার্জ

৬। নতুন আনলক ফিচার  – New Unlock Feature

হোয়াটসঅ্যাপ চ্যাটের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে যুক্ত হয়েছে নতুন আনলক ফিচার। যেসব এন্ড্রয়েড ফোনে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেগুলোতে ফিংগারপ্রিন্ট দ্বারা হোয়াটসঅ্যাপ আনলক এর সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়াও আইফোন ১০ ও এর পরের ভার্সনের সকল আইফোনের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে ফেস-আইডি দ্বারা অ্যাপ আনলক করার সুবিধা।

৭। নতুন স্টিকার – New Sticker

হোয়াটসঅ্যাপে এর মধ্যে যুক্ত করা হয়েছে নতুন অনেক ধরনের স্টিকার। এর মধ্যে রয়েছে অসংখ্য এনিমিটেড স্টিকার। যুক্ত করা হয়েছে স্টিকার সার্চ করার অপশনও।

আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আশা করি আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন