সাশ্রয়ী দামে ভিভো ওয়াই ২১ মডেলের স্মার্টফোন | VIVO Y21 Model Smartphone in Bangladesh 2021 at Low Price- Tech Shikun

সাশ্রয়ী দামে ভিভো ওয়াই ২১ মডেলের স্মার্টফোন | VIVO Y21 Model Smartphone in Bangladesh 2021 at Low Price- Tech Shikun
VIVO Y21 Model Smartphone

বর্তমান স্মার্টফোনের বাজারে ভিভো ব্র্যান্ড বেশ জনপ্রিয়তার জায়গা দখল করে আছে। সকল জনপ্রিয় ব্র্যান্ডের মতো ভিভো ব্র্যান্ডও কিছুদিন পরপরই অসাধারন মডেলের বিভিন্ন স্মার্টফোন নিয়ে আসছে বাজারে সাথে দিচ্ছে অসাধারন কিছু সাইক্লোন অফার। সম্প্রতি তারা একটি নতুন মডেলের স্মার্টফোন 'ভিভো ওয়াই ২১' বাজারে নিয়ে এসে বিভিন্ন সাইক্লোন অফারের আয়োজন করতে চলেছে। অফারে থাকছে ২,১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ।

VIVO Y21 মডেলের স্মার্টফোনটির পেছনে থাকছে দুটি ক্যামেরা, মেইন ক্যামেরা হলো 13 Megapixel  এবং 2 Megapixel এর ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও Megapixel ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে ন্যাচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার। প্রতিটি ক্যামেরার মাধ্যমে দারুণভাবে ছবির অভিজ্ঞতা নেওয়া যাবে। সাথে থাকছে Side Mounted ফিঙ্গারপ্রিন্ট ফিচার।

'ভিভো ওয়াই ২১' মডেলের স্মার্টফোনটিতে MediaTek Helio P35 SoC এর 2.3GHz Octa-core প্রসেসরের সঙ্গে রয়েছে দ্বিতীয় প্রজন্মের 4GB+1GB এক্সটেন্ডেড Ram প্রযুক্তি এবং 64GB যা আলাদা মেমরি কার্ড ব্যবহারের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। VIVO Y21 মডেলের স্মার্টফোনটির ডিসপ্লে হলো 6.51 ইঞ্চি। এছাড়াও থাকছে 5000 mAh ব্যাটারি 18W Fast Charge সিস্টেম।

বাংলাদেশে 'ভিভো ওয়াই২১- Vivo Y21' মডেলের এই স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।


ধন্যবাদ আমাদের Tech Shikun- টেক শিখুন ব্লগের সাথে থাকার জন্য। নিয়মিত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আশা করি আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ এই আর্টিকেলটি যদি আপনার বিন্দু পরিমান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন