প্রতিদিন ডলার ইনকাম ২০২২। প্রতিদিন ইনকাম করার উপায়।

প্রতিদিন ডলার ইনকাম ২০২২। প্রতিদিন কিভাবে ডলার ইনকাম করবেন? ডলার ইনকাম করার উপায় গুলো জেনে নিবো।

প্রতিদিন ডলার ইনকাম ২০২২

অনলাইনে আয় অনেকর কাছে স্বপ্নের ব্যাপার আবার অনেকর কাছে নিত্য দিনের সঙ্গী। অনেকে অনলাইন থেকে ডেলি ৫$ ইনকাম করাকে অনেক কঠিন মনে করেন। আবার অনেকের কাছে দৈনিক ৫০০$ ও কোন ব্যাপার না।

অনলাইন ইনকাম করে আয়
অনলাইন ইনকাম প্রতিদিন

বলুন তো তাহলে এদের মাঝে অনলাইনে ইনকামের কি এমন সিক্রেট লুকিয়ে আছে, যে কারণ বিষয়টি একজনের কাছে সহজ আরেক জনের কাছে কঠিন?

আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় 

অনেকে হয়ত মনে করবেন এদের মধ্যে অভিজ্ঞতার পার্থক। তাহল ভুল ভাবছেন। এদের মধ্যে পার্থক হল গবেষণার, পার্থক হল সিক্রেটের। কারণ এদের মধ্যে একজন জানে কোন পথে কি করলে পকেটে ইনকাম আসবে। আর অপরজন তা জানে না। তাই সে যতই পরিশ্রম করুক না কেন। দিন শেষে FB তে স্ট্যাটাস দেয় আজ পর্যন্ত অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারিনি। আপনি কি জানেন? চলুন জেনে আসি।

আরও পড়ুনঃ মোবাইল দিয়ে অনলাইন ইনকাম 

আমাদের দেশে ফ্রিতে উপদেশ দেওয়া বা নেওয়াকে আমরা মূল্যহীন মনে করি। কিন্তু ইউরোফ কান্ট্রিতে প্রতিটা এডভাইসের বিনিময় কোটি টাকা ইনভেস্ট করে থাকে। প্রতিটা বড়বড় কম্পানি গুলো তাদের কম্পানির জন্য আলাদা করে উপদেষ্টা নিয়োগ করে থাকে। আর তাদের বতেন হয়ে থাকে সবার থেকে বেশি বা আলাদা। 

যাই হোক আজ আমি আপনাদের যে ইনকাম পদ্ধতি শিয়ার করব সেটির মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট বা পুঁজি ছাড়াই মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন। তার জন্য হতে হবে একটু চালাক ও চতুর। সেই সঙ্গে থাকতে হবে ইন্টারন্যাশাল মানি ট্রান্সাপার সিস্টেম। 

তাহলে প্রথমে একটা ইন্টারন্যাশালি টাকা আদান-প্রদান ব্যাংক একাউন্ট তৈরি করে নিন। তারপর আপনি ঐ ব্যাংক থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড সংগ্রহ করে নিন। ব্যাচ আপনার কাজ হয়ে গেল। এবার যেটি করবেন। ফাইবারে চলে যান সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের পেশা ও আপনি যেটা সবচেয়ে বেশি বুঝেন এমন জব খুঁজে নিন।

মনে করুন, আপনি ইউটিউবিং নিয়ে ভালো জানেন যেমন ধরুন একজন ইউটিউবারে কত সাবস্কাইব লাগে কি কি সার্ভিস লাগে ইত্যাদি। তাহলে এখন যেটি করবেন ফাইবারে জব সার্ভিস অপশনে গিয়ে লিখুন ইউটিউব সাব বা ওয়াচ টাইম। তাহলে দেখবেন খুব কম খরচে আপনি এমন অনেক ফ্রিল্যান্সার পেয়ে যাবেন। যারা নতুন বা পুরাতন।

এবার আপনি একটি ফ্রিল্যান্সারকে বেচে নিলেন যিনি ধরুন আপনাকে ১কে সাব দিতে পারবে মোটামুটি সবার চেয়ে কম খরচে মনে করুন ২০$ এ। এখন আপনি সেই ফ্রিল্যান্সারের সাথে কনটাক্ট করুন তার সাব সম্পর্তি বিষয়ে । তারপর তার সার্ভিস ভালো লাগলে আপনি ইউটিউব সা FB গ্রুপ গুলোতে এড হয়ে বলুন যে আপনি ১কে ইউটিউব সাব বিক্রি করবেন ৩০$ এ। বিকাশে, রকেট, নগদে পেমেন্ট সিস্টেম। সরাসরি বা এডমিন ডিল।

তাহলে এতে করে যেটা হবে আমাদের বাংলাদেশের এমন অসংখ্য ইউটিউবার আছে যাদের টাকা ও ইচ্ছে আছে ইউটিউব সাব কিনে নেওয়ার জন্য। কিন্তু তারা সে রকম কোন লোক খুঁজে পাচ্ছেন না। বা বিশ্বস্থ সার্ভিস প্রোভাইডার খুঁজে পাচ্ছেন না। 

অন্যদিকে তাদের ইন্টারন্যাশাল ব্যাংক একাউন্টও নেই যে, তারা ফাইবার থেকে কোন ফ্রিলান্সারকে হায়ার করবে। আর আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে বলবেন। আমাকে বিকাশে টাকা দিতে পারেন আমি সরাসরি এসে ডিল করব বা এডমিন ডিল। তারপর তার সাথে কথা বলে যদি পচন্দ হয় এবার সেই ফাইবারের ফ্রিল্যান্সারকে নক দিয়ে বলুন কাজটি করে দিতে। সে কাজটি করে দিলে তাকে নিজের পকেট থেকে ২০$ দিয়ে দিবেন।

আর আপনি যার কাজ করছেন তার থেকে ৩০$ নিবেন। তাহলে যেটা হবে আপনি সুধু ডিল করার জন্য ১০$ পকেটে আসছে। এভাবে আপনি চাইলে অনেক বড়বড় অপার নিয়েও কাজ করতে পারেন।

এরকম করে আপনি ইন্ডিয়া সহ বিশ্বের যে কোন দেশের মানুষদের একজন থেকে কাজ নিয়ে অন্যজনকে দিতে পারেন। এভাবে আপিন মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন।

এভাবে আপনি ওয়েব বা গেম ডেভলফার হওয়া ছাড়ার, ওয়েব বা গেমের কাজ গুলো করতে পারছেন। এভাবে আপনি বিশ্বের সব কাজ করতে পারবেন। আপিন চাইলে বিদেশের একজন ক্লাইন্ট থেকে কাজ নিয়ে অন্য ফ্রিলান্সারকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারেন।

এখন প্রশ্ন আসবে মানুষ কেন আপনার কাছ থেকে সার্ভিস নিবে। তাহলে বলব ৩টি কারণে

  1. তারা বিষয় গুলো কম বুঝে,
  2. তাদের ইন্টারন্যাশানাল ব্যাংক একাউন্ট নেই,
  3. তাদের ফ্রিল্যান্সার হায়ার করার সময় থাকেনা। 

আপনি চাইলে এভাবে কয়েক টি India জনপ্রিয় মোবাইল ব্যাংকিং একাউন্ট create করে তাদেরকে এ সেবা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন। 

মনে রাখবেন, এক্ষেত্রে কিছু রিক্স থেকে যায়, তাই ডিল করার সময় চেষ্টা করবেন সরাসরি বা ভালো কোন কম্পানি বা এডমিন ডিল করতে তাহলে রিক্স ও থাকবে না আর অনেক টাকা আয় করতে সক্ষম হবেন।


Tags: প্রতিদিন ইনকাম প্রতিদিন পেমেন্ট, প্রতিদিন ডলার ইনকাম ২০২২, অনলাইন ইনকাম প্রতিদিন ২০২২, প্রতিদিন ইনকাম করুন, কাজ করে টাকা ইনকাম, প্রতিদিন আয় করুন, নিউজ পড়ে ইনকাম, মানি ইনকাম।

একটি মন্তব্য পোস্ট করুন

এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন